কানাই তুমি খেইড় খেলাও কেনে
রঙ্গের রঙ্গিলা কানাই
কানাই তুমি খেইড় খেলাও কেনে
এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে ॥
স্বর্গপুরী ছাড়িয়া কানাই আইলায় এ ভুবনে
হাসন রাজায় জিজ্ঞাস করইন আইলায় কি কারণে ॥
কানাইয়ে যে কর রঙ্গ রাধিকা হইছে ঢঙ্গ
উড়িয়া যাইব জুংরা পতঙ্গ খেলা হইব ভঙ্গ ॥
হাসন রাজায় জিজ্ঞাস করইন কানাই বা কোন জন
ভাবনা চিন্তা কইরা দেখে কানাই যে হাসন ॥
সংগ্রহ: (হাসন রাজা)
Kanai, why do you make me play this game?
You’re having fun at my expense
Why do you make me play Your games?
This matter arise in Hason Raja’s mind
Kanai descended from His own abode down to earth
Hason Raja asks, why did He come here?
Kanai plays and jokes, and Radhika plays along
We’ll all jump up like crickets and our play will be ended
Hason Raja asks who the Kanai is?
Kanai is no other than Hason,
You try to realize.