101

03/15/2025 কামাই কৈলে জামাই পাইবায় ভালো গো সুন্দরী নাতিন

কামাই কৈলে জামাই পাইবায় ভালো গো সুন্দরী নাতিন

হাসন রাজা পরিষদ

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩১

 

কামাই কৈলে জামাই পাইবায় ভালো গো সুন্দরী নাতিন
কামাই কৈলে জামাই পাইবায় ভালো
সোনা জামাই বুঝা দিব, তোমার রাঙ্গা গালে গো ॥
ভালো করিয়া কর কামাই , দিন আর রাইত
রাত্রির মাঝে বিছানায় না হইও কাইত ॥
নিজ নাম ধরিয়া জামাইর, ডাক দিলেজানে
অবশ্য আসিব জামাই শুনিলে করণে ॥
হাসন রাজায় বলে জামাই, আছে গো অন্তরে
একমনে না ডাকিলে, আইসে না মন্তরে , ॥
ডাক ডাক হাসন জান গো, একমন হইয়া
তখনি তুর প্রাণের জামাই কোলে লইব আইয়া ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com