কেন যে আসিলায় ভবে, মানুষ যদি হইলায় না
মানুষ যদি হইলায় নারে, পরের কার্য করলায় নারে ॥
হাসন রাজা বলে ওরে শুন শুন ভাই
মানুষের উপকার বিনে আর কিছু নাই ॥
আপন কার্য কর তুমি, পররে মার ধর
হাসন রাজা বলে কেন অন্যের নাশ কর ॥
সংগ্রহ: (সংগ্রহ : সামারীন দেওয়ান)
Why did you come to this world, if you don’t be one
of mankind
If you don’t be a human soul, you don’t work for others
Hason says, Oh brother listen to me
There’s nothing but to help others
You’re busy only performing your own work and
hassle others
Hason Raja says why you do harm to others.