107

03/15/2025 কেবল চাই তোমার দিদার অন্যকিছু চাই না আর

কেবল চাই তোমার দিদার অন্যকিছু চাই না আর

হাসন রাজা পরিষদ

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫২

 

কেবল চাই তোমার দিদার অন্যকিছু চাই না আর
মার কাট যাই কর পড়িয়া আছি তোমার দ্বার ॥
কিবা মোরে কোলে লও কিবা মোরে প্রাণে মার
আমি তো অন্যের নয়রে আমি তো হই তোমার ॥
মনেপ্রাণে হইয়াছি তোমারই তাবেদার
বড় সাধ দেখিতাম তোমারই বাহার ॥
দিলে জানে জানি আমি তুমি হও আমার
মনের আশা পূর্ণ কর দেওয়ান হাসন রাজার ॥
সংগ্রহ: (সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

Only I like to avail your mercy, nothing else I want

Kill me or do anything to me, I I’ll be at your shelter.

Either you take me to your lap of affection, or

eliminate me

No one else but only You possess me.

I became Your servant at heart

I wish to see Your beauty.

I know in my heart that You are mine.

Please fulfill the hope of Dewan Hason Raja.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com