109

03/15/2025 কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি

কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি

হাসন রাজা পরিষদ

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৭

 

কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি
সঙ্গে সঙ্গীয়া কেহই নাই তোর, কেবল একাশ্বরী ॥
ঐ যে তোমার ধনজন, সুন্দর সুন্দর স্ত্রী
কেহ নি যাইবে সঙ্গে, যমে নিতে ধরি ॥
কিসের আশা, কিসের বাসা, কিসের লক্ষণশ্রী
[আরে] কিছুই কিছু নয় রে, সকলি গৌরহরি ॥
শুনরে হাসন আমার বচন, তুমি যে আমারি
ভবের মায়া ছাড়িয়ে সদায় থাক চরণ ধরি ॥
হাসন রাজায় প্রভুরে বুঝায় হস্তের মধ্যে ধরি
তোমার আমার এমনি বন্ধন ছাড়াইতে না পারি ॥
(সুর সংগ্রহ : ইয়ারুন নেসা)

 

Homes, houses, and zamindary

What are the meaning of all these?

Those who would stay around are nowhere now

You are just alone.

Your riches, friends and beautiful wives

Will they go with you when death strikes?

Hopes, homes, Lakhonchiri

What are they all about?

They are just nothing; everything is Gour Hari.

Oh Hason, just listen to me as you belong to me

For sake of all worldly things; always worship My feet.

You and I are inseparable,

Catching Hason Lord by hands, makes it clear.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com