110

03/15/2025 কি হইল মম প্রেমজ্বালা, জ্বলে, জ্বলে, জ্বলে

কি হইল মম প্রেমজ্বালা, জ্বলে, জ্বলে, জ্বলে

হাসন রাজা পরিষদ

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৯

 

কি হইল মম প্রেমজ্বালা, জ্বলে, জ্বলে, জ্বলে
অন্তরে বাহিরে জ্বলে, কলে, কলে, কলে ॥
না জানি কি করিয়া মন ভুলাইল ছলে
পাইলে তারে বেন্ধে রাখব গলে, গলে গলে ॥
জানি না পিরীতের জ্বালা, কি করিয়ে জ্বালাইলে
হায় হুতাশন প্রেমের জ্বালা, মাইলে, মাইলে, মাইলে ॥
প্রেমের ছটকা লাগাইয়া প্রাণ কেড়ে নিলে
প্রেম উদাসী হাসন রাজা বলে, বলে, বলে ॥

 

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com