কুলে লও আমারে
ভবের মায়া ছাড়িয়া
কুলে লও আমারে ॥
দয়া কর দয়া ধর দয়াল বন্ধু ওরে
শান্ত কর শান্ত কর অশান্ত অন্তররে ॥
দিনে রাইতে ডাকি দয়াল তোমারে গো তোরে
মনবাসনা পূর্ণ কর রাখিও না অনাদরে ॥
হাসন রাজা ডাকে দয়াল তোমারে গো তোরে
পার কর গো মাবুদ আল্লাহ তোমারই অধমেরে ॥
(সুর সংগ্রহ : বিদিত লাল দাস)
Please take me on Your lap
I gave up all longing for worldly things.
Kind God, bestow mercy upon me
Let my worried mind calm down.
Day and night I call You, my Kind Friend.
Fulfill my wishes and please don’t keep me away in
negligence
Hason Raja calling You, Oh my Kind Friend
Bless me to transgress the world – all confinements.