113

03/15/2025 খোদা মিলে প্রেমিক হইলে পাবে না, পাবে না খোদা, নমাজ রোজা কইলে ॥

খোদা মিলে প্রেমিক হইলে পাবে না, পাবে না খোদা, নমাজ রোজা কইলে ॥

হাসন রাজা পরিষদ

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৫

 

খোদা মিলে প্রেমিক হইলে
পাবে না, পাবে না খোদা, নমাজ রোজা কইলে ॥
খোদা যদি ধরতে চাও, তাঁর সঙ্গে পিরীত বাড়াও
মিলিবে মিলিবে খোদা, প্রেমে তাঁর মজিলে ॥
মিলিবে না রে প্রাণের খোদা, তছবি টনকাইলে
মিলবে না, মিলবে না খোদা, নাম তাঁর লইলে ॥
আল্লা আল্লা কইলে কিবা, কলমাও পড়িলে
পাইবে না রে প্রাণের খোদা, মাথা কুটিয়া মইলে ॥
অন্য পন্থে না যাইয়া, প্রেম পন্থে গেলে
পাইবায় পাইবায় খোদা হাসন রাজায় বলে ॥
(সংগ্রহ : এমরান আলী)

 

One can only meet God, if he’s a lover

You won’t get your God just by performing

prayer and fasting.

If you want to get hold of your God

You must increase your love.

You, would find God by counting beads in His

name.

Or by the desperation of yours mind and body,

You won’t find your Dearest

Hason Raja says it is only possible, if you take the path of

love for Him and you’ll find your God certainly.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com