114

03/15/2025 গুড্ডি উড়াইল মোরে, মৌলার হাতে ডুরি

গুড্ডি উড়াইল মোরে, মৌলার হাতে ডুরি

হাসন রাজা পরিষদ

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৮

 

গুড্ডি উড়াইল মোরে, মৌলার হাতে ডুরি,
হাসন রাজারে যেমনে ফিরায়, তেমনে দিয়া ফিরি ॥
মৌলার হাতে আছে ডুরি, আমি তাতে বান্ধা
যেমনি ফিরায়, তেমনি ফিরি, এমনি ডুরির ফান্ধা ॥
গুড্ডি যে বানাইয়া মোরে, ‘বাতাসে উড়াইয়া’২
খেইড় খেলায় মোরে দিয়া, কান্না মুন্ডা দিয়া॥
রঙ্গে রঙ্গে মোরে দিয়া, খেইড় খেলাইয়া
হাউস মিটাইয়া, মুই গুড্ডিরে, ফেলিব ফাড়িয়া ॥
গুড্ডি হাসন রাজায় কান্দে, না লাগব তার দয়া
মাটিতে মিশাইব আমার, সোনার বরণ কায়া ॥
হাসন রাজায় মিন্তি করে, মৌলার চরণ ধরি
চরণ ছায়ায় রাখ মৌলা দাসকে তোমারি ॥
(সুর সংগ্রহ :সোহেল আহমেদ)

 

I floated up like a kite and the string is in the hands of

Mawla

Hason Raja flies in the direction He is led

The string is in the hands of Mawla, I’m bound to Him

The way He makes me fly depends on how He pulls the

string

He made the kite then lifted me in the air

He plays with me however he feels

He decorates me with many colours and plays with me

When He’s finished playing, He’ll take His kite and

throw it away

Hason Raja, the kite cries, I’ll not get His mercy

He’ll mix my golden coloured body into the earth

Hason Raja holds onto the feet of Mowla and humbly says:

Keep me Your servant under Your protection.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com