গোবিন্দের লাগি ঝুরে দুই নয়ন গো
শ্রীকৃষ্ণ বলে রাধা হায় হায় করে কান্দে গো ॥
মধুপুরে গেল কানাই, কানাইর হইছে বহুদিন
এই চিন্তায় রাধে প্যারীর, তনু হইছে ক্ষীণ গো ॥
চিন্তায় চিন্তায় রাধে গো রাধে হইছে মূর্ছাগত
উদ্দেশ করি পারে চলিতে নারে পন্থ গো ॥
[আর] প্রেমের প্রেমিক যেই জনা জানবে তার বেদনা
অপ্রেমিকে জানবে কিসে চৌখ থাকিতে কানা গো ॥
হাসন রাজায় কান্দন করে দেখিয়ে রাধার দুখ
রাধার দুখে হাসন রাজার ফাটিয়া যায় বুক গো ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
My eyes are shedding tears down
Radha is stumbling and crying for Sree Krishna
Kanai went Modhupur and spent many days there
That’s why beloved Radha became pale and thin
because of her worry, Radha goes fainted
she does walk on the path aiming at goal.
The lovers of love will understand pain
Those who aren’t lovers are blind though they have eyes
Hason Raja cries looking at Radha’s face
Hason Raja’s heart is breaking down in cry
for the agony of Radha.