118

03/15/2025 চাইয়া নাগর যায় সুনাদিদি গো

চাইয়া নাগর যায় সুনাদিদি গো

হাসন রাজা পরিষদ

১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৯

 

চাইয়া২ নাগর যায় সুনাদিদি গো
চাইয়া চাইয়া নাগর যায়।
হাসন রাজা রূপ দেখিয়া বলে হায় হায়রে ॥
ঝলমল ঝলমল করে রূপে কেমনে মন ধরায়
আন্ধির রঙ্গিমা দেখিয়া প্রাণ রাখা দায় ॥
হাতে ধরে মোহনবাঁশি নূপুর বাজে পায়
প্রাণ রয় না গৃহে রে সঙ্গে যাইতে চায় ॥
হাসন রাজার রূপ দেখিয়া পাছে পাছে ধায়
ধরিতে না পারি রূপ পড়িয়া পাছার খায় ॥
(সংগ্রহ : সামারীন দেওয়ান)

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com