120

03/15/2025 চিকন কালা, চিকন কালা ও চিকন কালা

চিকন কালা, চিকন কালা ও চিকন কালা

হাসন রাজা পরিষদ

১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৮

 

চিকন কালা, চিকন কালা ও চিকন কালা
তুমি ছাড়া অন্য কেউরে নাহি লাগে ভালা ॥
গলেতে পড়িয়া আছ বন ফুলের মালা
থরে থরে কর তুমি কতই যে খেলা ॥
কেউরে মার কেউরে জিয়াও , কেউরে দেও জ্বালা
তোমারে চিনিয়াছি অথৈ জলের কালা ॥
হাঁটিয়া যাইতে সখীগন ধরিয়া মারে ঠেলা
সকল সখী লইয়া তুমি সদাই কর খেলা ॥
তোমার শিক্ষা পাইয়া হাসন রাজা মস্ত হইলা
সুন্দর নারী দেখলে পরে আগে ধরে গলা ॥
নারীই মূল, নারীই কুল, তাতে নাই ভুল
নারী ভেদ বুঝলে পরে ফোটে হৃদের ফুল ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com