122

03/15/2025 চিরকালের দাস হইয়ে, মনিবের কাজ করি না রে

চিরকালের দাস হইয়ে, মনিবের কাজ করি না রে

হাসন রাজা পরিষদ

১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৬

 

চিরকালের দাস হইয়ে, মনিবের কাজ করি না রে
কেমনে মোরে ভালোবাসিবে, আমি কি তায় বুঝি না রে ॥
হইয়ে চিরকালের দাস, করি আমি অন্যের আশ
থাকি না ঠাকুরের পাশ, ঠাকুরের কথা শুনি না রে ॥
আমারও দুষ্ট মতি, কি হইবে আমার গতি
ছাড়িয়া আমি নিজপতি, উপপতি ছাড়ি না রে ॥
হইছি আমি বুদ্ধিহারা, লাগিয়াছে সংসারি বেরা
দিনে দিনে হইছি সারা, দেখিয়ে তো দেখি না রে ॥
ওরে ওরে হাসন রাজা, কেন হইলে অবুঝা
অন্যের সাথে কর মজা, ঠাকুরের পূজা করিস নারে ॥

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com