ছাড়িলাম হাসনের নাও রে
হাসন রাজার নাও রে ॥
ঢলো ঢলো গুড়া
ওরে বৈঠা না ফালাইতে নাওয়ে
শুন্যে করে উড়া ॥ ছাড়িলাম...
হেঁইয়া হোঁ হেঁইয়া হেঁইয়া হোঁ হেঁইয়া
সুখের মায়ায় করছিল পিরীত নদীর কূলে বইয়া
এখন কেন ছাইড়া গেল
সায়রে ভাসাইয়া রে ॥ ছাড়িলাম...
হেঁইয়া হোঁ হেঁইয়া হেঁইয়া হোঁ হেঁইয়া
পিরীত রতন পিরীত যতন
পিরীত হইল জ্বালা
পিরীত করা প্রাণে মরা
মন না জানিয়ারে ॥ ছাড়িলাম...
হেঁইয়া হোঁ হেঁইয়া হেঁইয়া হোঁ হেঁইয়া
নায়ে থাইকা হাসন রাজা
বলে যে ডাকিয়া
পিরীতি না করিও রে ভাই
মন না দেখিয়া রে ॥ ছাড়িলাম.....
(সুর সংগ্রহ : আব্দুল আলীম)
Hason’s boat is on sail
It’s Hason Raja’s boat
Come on, ply like a wind-driven horse
Don’t drop oars.
Hoi Haiya – Hey – Hey – Hey
Sitting on the bank of river, I was in love for happiness
Why did you leave me floating in the ocean?
Hoi Haiya – Hey – Hey – Hey
Love is jewel; love is care
Love is suffering
Falling inlove is destroying life
If done without knowing the mind.
Hoi Haiya – Hey – Hey – Hey
From the boat Hason Raja shouts out and say;
“O brother, don’t fall in love without knowing the mind.”