জগতের স্বামী সকলি তুমি
আমার পানে চাইয়া দেখি আমিও তুমি ॥
তুমি ঘরে তুমি বাইরে তুমি অন্তর্যামী
বুকেতে রাখিয়া কেন চতুর্দিকে ভ্রমি ॥
হাসন রাজায় দেখিয়া পারে না রাখিতে ঠমি
বিচার কইর্যা চাইয়া দেখি তুমি এই আমি ॥
সংগ্রহ: (সামারীন দেওয়ান)
You are the owner of this world
When I look at me, I just find you in me.
You are in and out of the house, you’re indwelling
Why he’s wondering everywhere keeping Him in the
heart.
Getting insight of Him Hason Raja cant restraint himself
All reasoning concluded that he find himself as Him.