125

03/15/2025 জ্বালাইল কে পিরীতের আগুন, মম মনে রে

জ্বালাইল কে পিরীতের আগুন, মম মনে রে

হাসন রাজা পরিষদ

১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৮

 

জ্বালাইল কে পিরীতের আগুন, মম মনে রে
মানে না, মানে না আর তো, প্রাণ বন্ধু বিহনে রে ॥
যে জ্বালাইল প্রেমানল , সে যদি করে শীতল
তবে রব এ ভূতল, নয়তো প্রাণ যাবে রে ॥
যে দিয়াছে দাবানল , সে বিনে না প্রাণ বাঁচে
দেখা দেয় না, আয় না কাছে, মন চুরি করে রে ॥
হাসন রাজার মন চোরা, ধরতে গেলে দেয় না ধরা
লাগাইছে পিরীতের বেড়া আড়ালে থাকিয়া রে ॥
(সুর সংগ্রহ : ফজলুল কবির তুহিন)

 

Who set my heart aflame with fire of love?

I can’t stand staying without Him.

He who set fire of love aflame in my heart,

Extinguish for me to live longer

Who put the fire on, I can’t live without Him.

But He has stolen my heart and doesn’t show Himself

The One Who has stolen Hason Raja’s heart

and mind can’t be caught.

He had bound Him with love but stays at a distance.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com