126

03/15/2025 ঝলমল ঝলমল করে রে তাঁরা

ঝলমল ঝলমল করে রে তাঁরা

হাসন রাজা পরিষদ

১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:২০

 

ঝলমল ঝলমল করে রে তাঁরা
ঝলমল ঝলমল করে
নূরের বদন সই প্রেয়সি
নূরের বদন সই
তারে ছাড়া বাড়িত আমি কেমনে করে রই ।
ওরে আমার আরিপরি ভাই
তারে আমার প্রানের মাঝে চাই
হিন্দু আর মুসলমান আমি কিছুই বুঝি নাই।
নূরের বদন সই প্রেয়সি
নূরের বদন সই
তারে ছাড়া বাড়িত আমি কেমনে করে রই ।
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com