127

03/15/2025 ঝিলিমিলি, ঝিলিমিলি করে তার বদনে

ঝিলিমিলি, ঝিলিমিলি করে তার বদনে

হাসন রাজা পরিষদ

১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৩

 

ঝিলিমিলি, ঝিলিমিলি করে তার বদনে
কেমনে মিলি, কেমনে মিলি, খাইল দুই নয়নে ॥
দেখিয়া গো তার চান্দ বদন, মন করে মোর কেমন কেমন
অন্য কিছু চায় না মনে, কেবল চায় সে ধনে ॥
হেরিয়ে গো তার রূপের ছটক, হাসন রাজার মন হইল আটক
মাইল , মাইল, মাইল, মাইল, মাইল, গো মদনে ॥

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com