ঠাকুর আওরে আও,
কাকুতি মিনতি করি ডাকে তোমার
হাসন রাজা কাঙ্গালে ॥
ধনের কাঙ্গাল নই রে ঠাকুর,
দুনিয়ার কাঙ্গাল নই
অন্যের কাঙ্গাল নই রে ঠাকুর, তোমার কাঙ্গাল হই ॥
না চাই ধন, না চাই জন, না চাই সংসার
মনে চাহে সদাই দেখি, তোমার দিদার ॥
আইস, আইস ওরে ঠাকুর দেখি তুর দিদার
দেখাইয়া শান্ত কর, চান্দ মুখ তোমার ॥
এখন যদি না আও ঠাকুর, আমি এই করিব
গলে ছুরি দিয়া তোমার হাসন রাজা মরিব ॥
(সুর সংগ্রহ : এমরান আলী)
Come to me, Lord and sit on my lap
I’m humbly requesting you.
Your wretched Hason Raja begs You.
I’m not desperate for getting wealth
or anything in this world nor for anyone
But only craving for you.
I don’t want wealth, nor the manpower nor the family
life
Only I wish to see you, and your mercy.
Please show your moonlike face to me
and let me be at peace.
If you don’t come to me now Lord
Then Hason Raja will slit his own throat and die.