20

03/16/2025 আইজ কেনে দেখিনা গো সই

আইজ কেনে দেখিনা গো সই

হাসন রাজা পরিষদ

৩ সেপ্টেম্বর ২০২১ ০২:৫৪

 

আইজ কেনে দেখিনা গো সই, মুখে তোমার মুচকি হাসি
কথা কেনে কওনারে প্রাণ, তোমারে যে ভালোবাসি ॥
কোথা তুমি গিয়াছিলে, কার সনে মন মজাইলে
দেখে বুঝি সুন্দর নাগর মন হইয়াছে উদাসি ॥
হাসন রাজা চৌধরী আসি, ভাবে বুঝি ডাকছে মাসি
তাই তো তুমি খুশি হইয়া, আছ সদা তারি বশি ॥
প্রেমেশ্বরী নাম ধরি, কত রঙ্গের খেলা করি
অনন্ত তুর লীলা হেরি, হাসনজান তুর হয় দাসী।
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

Today, hey friend, I don't sign your smile on the face

The person whom I love, doesn't speak to me ...

Where did you go, whose mind is in the maze?

Seeing the handsome man your mind has become indifferent,

Hason Raja Chowdhury came, understand perhaps Aunt is calling

So you're happy, there's always a dead end.

Taking the name Goddesses of Love, you are engaged in colourful play

Being lost amid your unlimited love,

Hasonjan became your servant-lass.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com