আইলরে, আইল রে বন্ধু আইল রে
চান্দমুখ দেখিয়া হাসন রাজা পাগল হইল রে ॥
কিবা শোভা ঝলমল করে বাঁকা তার নয়ন রে
কালা না হয়, ধলা না হয়, নূরেরি চটক রে ॥
দেখামাত্র প্রেমের আগুন উঠিল জ্বলিয়া রে
প্রেমানলে জ্বলিয়া মইলাম কি জাদু করিল রে ॥
ভৈষালের বৎসর বন্ধে দরশন দিল রে
দয়া করিয়া আমার সঙ্গে কথাবার্তা কইল রে ॥
তুমি আমার, আমি তোমার, বন্ধে যে বলিল রে
আমার দুঃখের কথা শুনিয়া বন্ধের দয়া হইল রে ॥
ঐ দেখিলাম ঐ নাই কি করি উপায়রে
প্রেমে মাতাল হইয়া হাসন রাজায় গান গায়রে।
আমারে করিয়া ফানা অন্তরে ছাপাইল রে
পরদা লাগাইয়া বন্ধু হƒদয়ে বসিল রে ॥
(সুর সংগ্রহ : জাফরান রাজা)
My friend has come, my friend has come,
Hason Raja gone crazy watching the friend’s moon-face.
Blazing beauty flashed in his eyes
Neither black, not white, the beauty of ‘Noor’ – the divine light
Seeing the light the fire of love flashed in me
I was caught the magic of love,
In the year of earth quake my heart of love
appeared and talked to me.
You're mine and I'm yours
You're kind enough to hear my grief.
Divine light sparked in Hason Raja's eys
The friend dropping down the curtain,
He set in my heart and I ended up there.