আইস হাসন রাজা এই তুর ঘর বাড়ি রে
হাসন রাজা ডাকতে আছে তাড়াতাড়ি রে ॥
তোমার ঘর, তোমার বাড়ি, তোমার বাগিচা
যে দেখিল সত্য দেখছে, যে না দেখছে মিছা ॥
বাগিচায় বানাইছ তুমি, ফুল টঙ্গি ঘর
সে ঘরে বসিয়া আমি ডাকি নিরন্তর ॥
খিড়কী দিয়া দেখি আমি বাগিচার মাঝে
দেখিয়া রঙ্গের ঝলক, মন মোর মজে ॥
হাসন রাজা বলে দেখিয়া রূপেরই ছটক
চিরকালের জন্য মন মোর, হইল আটক ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
Come, Hason Raja! There lies your abode
Hason Raja is calling to come early
He who has found your house,
your home, your garden
Has seen rightly and found the truth.
You made the flower-Tongi house in the garden
Where I would sit in and call you uninterrupted
Let me see the beautiful garden through the window
Seeing the color of the stroke,
Hason Raja is shocked at the brilliance.
Oh! My mind is arrested here forever.