26

03/16/2025 আগুন লাগাইয়া দিল কুনে, হাসন রাজার মনে

আগুন লাগাইয়া দিল কুনে, হাসন রাজার মনে

হাসন রাজা পরিষদ

৩ সেপ্টেম্বর ২০২১ ০৩:৩৪

 

আগুন লাগাইয়া দিল কুনে, হাসন রাজার মনে
নিবে না দারুণ আগুন জ্বলে দিলে জানে ॥
ধাক ধাক করিয়া উঠলো ধৈল আমার প্রাণে
সুরমা নদীর জল দিলে নিবেনা সে কেনে ॥
লাগাইল, লাগাইল আগুন আমার মন মোহনে
বাঁচিনা গো, বাঁচিনা গো, প্রাণবন্ধু-বিহনে ॥
জ্বলিয়া জ্বলিয়া যায় রে আগুন, কিসে নাই মানে
বুঝিয়া দেখরে হাসন রাজা, ধরাইল না তুর ধনে ॥
(সুর সংগ্রহ : আকরামুল ইসলাম)

 

Hason Raja's heart is ignited

The blaze in the heart doesn't get extinguished

The burning scream hit me in my soul

The fire hardly extinguishes with the water of the river Surma

I can't survive without my Friend

The ceaseless fire continues burning

And doesn't anyway come at an end,

Oh  Hason Raja, try to get the mystery of your goldmin.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com