আমার বন্ধের রূপ আচানক সুন্দর
এমন রূপ দেখি নাই শহরে বন্দর ॥
ঝলমল ঝলমল করে রূপে নূরেরি বদন
রূপ দেখিয়া হইল মোর মন উচাটন ॥
বঞ্চিতে না পারি ঘরে দেখিয়া কাঁকন
চমক লুকাইয়া কেন টানিয়া নেয় রে মন ॥
কি কব তার ভঙ্গিরে, কি কব তার খুবি
প্রেমেরই সাগরে আমি দেখিয়া গেলাম ডুবি ॥
হাবুডুবু খাই আমিরে সমুদ্দরে পড়িয়া
উচাইট উচাইট করি কেবল তাহার লাগিয়া ॥
চান্দমুখ না দেখিলে বঞ্চিতে না পারি
কোলে লও, কোলে লও বন্ধুরে তব চরণ ধরি ॥
কোলে লইলে থইও নারে এই মিনতি করি
হাসন রাজায় দোহাই দেয়রে বন্ধু যে তোমারি ॥
My My God's in the form of pretty cool
I don't see such a form in the port or in the city.
Seeing the dazzling light my mind is excited,
I can not see the clank in the stove, the crank
Why is the mind that pulls off the shock?
What is the key to her, what a beauty is her
I found out on the sea of love that I'm sinking in
Baffling in sweeming in the sea
But rushing only to you.
Take your friend on your lap.
Nevertheless, I request you to get into your arm
Hason Raja is a desperate for Friend
who can take him.