আমার হস্থপদ তারই, আমি হইতে না জুদা গো
আদম সুরত আমার খোদার গো, সই সজনী ॥
আমার মত রঙ্গ-রূপ, আমার মত ছবি
নূরেরই চেহারা তার, আচানক তার খুবি গো ॥
হাসন রাজায় বলে, আল্লাহ তুমিই যত সব
আমি তুমি সকলখানে ভ্রমি ওগো রব গো ॥
আশিক হাসন রাজায় কয়, আমি কিছুই নয়
যাহা দেখি সবই আমার, মাবুদ আল্লাহ হয় গো ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
My hands and legs aren't mine, I do belong to Him
Human image is my God, to signify me.
My color-like, pictures like me
His glittering face is not to describe,
Like me, all of them, like me to my heart
Two are not different, two are in one,
Hason says in your kingdom, you are mine
I'm the one that you're all about.
Hason Raja says, I am nothing
What I see is everything belongs to my Lord
There is no-one except One
I see only Allah, none else.