আমি আমার বন্ধের অধীন
বন্ধে নাই ভাবে ভিন ॥
ওগো প্রিয়, বন্দের লাগি হইয়াছি আকুল
বিকাইয়া দিয়াছি মান আর কুল ॥
কলঙ্ক করিয়াছি সার হইয়াছি দাস
তার খাটিয়ে খাব আমি যতদিন মোর বাস ॥
হাসন রাজার এ বাসনা কর তুমি করুণা
মনবাঞ্ছা পুরাও প্রিয়ে এই আমার বাসনা ॥
I'm under control of my God,
My Supreme Love never thinks of me as different
Dear Love, I have become so restless for you
I've sold out quality, my honour, status
and every belongings
I took all scandals
And have been stigmatized as slaves
Hason Raja hopes for all His mercy
The mercy You render as Hason Raja
always desires for