আমি চাইরে কেবল বন্ধের দর্শন
কিসের মরণ কিসের বাঁচন
এই বলিয়া নাচতে আছে রামপাশার হাসন ॥
চাইনারে মরণ বাঁচন, হাসন রাজা করে নাচন
দেখাইয়া রূপের চটক মন হুতাশন মন হুতাশন ॥
নাচিয়া নাচিয়া হাসন রাজা করে রে বচন
এই গান গাইলে পাপ হবে রে মোচন ॥
দেখাইয়া রূপের বাহার মন করল হরণ
হাসন রাজার কি ভুলেতে থাকিতে জীবন ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
I just want to get the sight of my Lord
What's sort of dying or living
Hason of Rampasha has to dance to this saying.
Born to death, Hason Raja dances well
Showing the face of the heart, mind is blown, it is blown.
Hason Raja utters in dancing
The song I will sing will remove my stain of sin.
Showing the look of the robbery in my mind
Hassan Raja's forgotten gold of his life?