42

03/16/2025 আমি ছাড়ব না ঠাকুরচান্দ মইলে গো

আমি ছাড়ব না ঠাকুরচান্দ মইলে গো

প্রভাত ফেরী

৯ সেপ্টেম্বর ২০২১ ০১:০৩

 

আমি ছাড়ব না ঠাকুরচান্দ মইলে গো প্রাণসই
ছাড়বা না ঠাকুরচান্দ মইলে ॥ এ গো প্রানসই
কি হইব তোমাদের কইলে গো প্রাণ সই
আমি ছাড়ব না ঠাকুরচান্দ মইলে ॥
ছাড়াইতে চাইলে পুড়ি, মরিমু অনলে
ছাড়ব না, ছাড়ব না আমি, তুলি লইছি কোলে,
এগো প্রাণ সই ॥
হƒদয়ে রাইখ্যাছি তাঁরে আহ্লাদ করিয়া
বাঁচি না, বাঁচি না আমি, তাঁরে যে ছাড়িয়া
এগো প্রাণসই ॥
তুরা যে বল গো সই ছাড়িতাম তাঁরে
ছাড়িতে পারব না আমি আগে মার মোরে
এগো প্রাণসই ॥
হাসন রাজায় বলে, ধরছি জীবনে মরণে
ছাড়ব না ছাড়ব না তারে, মারিলে পরাণে।
(সুর সংগ্রহ : রাখাল চক্রবর্তী)

 

I will not leave my Lord until death

What should I say to you what happened to me?

If you want to leave, I  will be burnt into fire

Do not give up nor leave, I will embrace you,

I am delighted taking you in my heart

If you leave me, I can't survive

If you instruct me to leave

I can't leave, rather you kill me first.

Hason Raja says I got you in my life and death

I won't leave you if I die.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com