আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা,
আমি তোমার কাঙ্গালী গো
তোমার লাগিয়া কাইন্দ্যা ফিরে,
হাসন রাজা বাঙ্গালী গো ॥
তোমার প্রেমে হাসন রাজার, মনে হুতাশন
একবার আসি হৃদকমলে, কর যে আসন ॥
ছটফট করে হাসন, তোমার কারণ
ত্বরা করি না আসিলে হইব মরণ ॥
কান্দে কান্দে হাসন রাজা, পড়ে আছাড় খাইয়া
শীঘ্র করি প্রাণ প্রেয়সী, কোলে লও উঠাইয়া ॥
কোলে লইলে ঠান্ডা হইব, হাসন রাজার হিয়া
সব দুঃখ পাসরিব, চান্দ মুখ দেখিয়া ॥
হিন্দুয়ে বলে তোমায় রাধা, আমি বলি খোদা
রাধা বলিয়া ডাকলে, মুল্লা মুন্সিয়ে দেয় বাধা ॥
হাসন রাজা বলে আমি, না রাখিব জুদা
মুল্লা মুন্সির কথা যত সকলই বেহুদা ।
(সুর সংগ্রহ: সামারীন দেওয়ান)
I'm craving for you, Oh beautiful Radha,
I'm craving for you
You've got to come back to me,
Bengali Hason Raja crying on and on.
Hason Raja’s in your love, got desperate
Once you come, do sit down in my heart.
Because of you I am restless
I'll be finished if you don’t come.
Hason Raja tumbling to earth
Please take me close to you;
If you embrace me,
the fire in my heart’ll be extinguished
The people from Hindu religion call you as Radha,
I call you God
Mullas get fury.
Hason Raja, promise not to keep any distance
But to avoid any talk from Mulla which is useless.