45

03/16/2025 আমি ধরতে না পারি গো তারে

আমি ধরতে না পারি গো তারে

হাসন রাজা পরিষদ

৯ সেপ্টেম্বর ২০২১ ০১:২৫

 

আমি ধরতে না পারি গো তারে, চিনতে না পারি
কে যে সামাইল আমার ঘরে ॥
ধরতে গেলে পাই না তারে নড়ে আর চড়ে
আন্ধাইর গুন্দাইর ঘরের মাঝে হুড়হুড় গুড়গুড় করে ॥
কত রঙ্গে ঢঙ্গে সে যে রঙ্গের খেলা করে
বাজিকরের বাজির মত খেলে তরে তরে ॥
জাতিয়া জুতিয়া ধইলাম আমি দেখিতাম তারে
দেখতে দেখতে দেখি, ধরছি হাসন রাজারে ॥
হাসনজানে বলে আমি থাকিতাম হুজুরে
যেইখানে যাও তুমি সঙ্গে নেও আমারে ॥
(সুর সংগ্রহ : আকরামুল ইসলাম)

 

I can't touch him; I can't even recognize him 

Who has entered into my house?

Although he stretches and frets,

I can't get hold of him

He murmurs in the dark room.

It's all the way for him to do fun and frolic,

Like magicians, he shows all tricks one after another.

I grasped him to see as so close to feel

Eventually I see I caught Hason Raja as real.

Hasonjan says, I wish I would remain under your steering

Wherever You go You take me along.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com