47

03/16/2025 আমি বারে বারে ভক্তি করি তার

আমি বারে বারে ভক্তি করি তার

হাসন রাজা পরিষদ

৯ সেপ্টেম্বর ২০২১ ০১:৩২

 

আমি বারে বারে ভক্তি করি তার
সে আমার প্রাণ বন্ধু হে ॥ হায়রে
সে আমার আমি তার আমি নহে অন্য কার
এক আমি করিয়াছি তাঁহারই সার ॥
এক বিনে দ্বিতীয় নাই মনে নাহি অন্য রাই,
খুঁইজ্যা দেখি দুই নাই, কেবল এই সার ॥
হাসন রাজায় বলে ভাই, তুই জগতের সাঁই
বুইঝ্যা দেখি আমি তাই তুমি মুলাধার ॥
(সুর সংগ্রহ : হামিদা বেগম)

 

I bow down to Him

Who is Friend of my heart.

We cling to each other as close as one entity

I understand only one essence of Him;

There's no second to the One,

the only single man of my heart.

Only I got the one root essence,

but see no two existence.

Hason Raja says 'He is my Lord'

I understand 'He is the only root'.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com