আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ
[আরে] তবে সে রঙ্গিনী রাধার সাফল্য জীবন ॥
মরিয়া মরিয়া যদি, শ্যামের নাগাল পাই
রাঙ্গা চরণে ধরি জনম গোওয়াই ॥
ছাড়াইলে না ছাড়িমু, ধরিমু চরণ
যাহা করে জগন্নাথ, জগৎ মোহন ॥
হাসন রাজায় বলে, জান যাইবে যখন
সে সময়ে দেখতে চাই যুগল চরণ ॥
(সামারীন দেওয়ান ও মলয়চক্রবর্তী রাজু)
While dying, I wish
I could get hold of Krishna's crimson feet
Then the life of passionate Radha would be successful
If I could catch up Krishna when I would die
I would spend my entire life holding His scarlet feet
I would not leave them even if He tries to get rid of me.
I would hold them tight whatever the Lord did.
"When I'll die, I would like to see the divine feet" says Hason Raja.