50

03/16/2025 আমিই মূল নাগর রে

আমিই মূল নাগর রে

হাসন রাজা পরিষদ

৯ সেপ্টেম্বর ২০২১ ০৩:৩১

 

আমিই মূল নাগর রে
আসিয়াছি খেইড় খেলিতে, ভব সাগরে রে ॥
আমি রাধা, আমি কানু, আমি শিব শঙ্করী
অধর চাঁদ হই আমি, আমি গৌর হরি ॥
খেলা খেলিবারে আইলাম এ ভবের বাজারে
চিনিয়া না কোনজনে আমায় ধরতে পারে ॥
আমিই মূল, আমিই কোল, আমি সর্ব ঠাঁই
আমি বিনে এ সংসারে আর কিছু নাই ॥
নাচ নাচ হাসন রাজা কারে কর ভয়
আমিত্ব ছাড়িয়া দিয়া জাতে হইছ লয় ॥
(সুর সংগ্রহ : আব্দুল আলীম)

 

I'm the original paramour

I've come to this transient world to execute fun-play

I'm Radha; I'm Kanu; I'm Shiva; I'm Durga.

I am the Adhar Chand and I am Gour hari.

To fool around, I've come to this material world.

Not knowing who can catch me

recognizing who I am.

I'm the origin, I'm the centre, and ubiquitous I am.

Keep on dancing, Hason Raja who are you scared of?

Get rid of your ego and get dissolved completely.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com