আমি মূলাধার
যত দেখি, সবই দেখি হাসনও রাজার ॥
আমি ভিন্ন সংসার কিচ্ছু নাই আর
আগে হাসন পাছে হাসন
দেখি বারোসার ॥
আমি মূল আমি সার
হাসন রাজার
জগতের সবকিছু মাবুদ আল্লার ॥
হাসন রাজা ভিন্ন কিচ্ছু নাই যে আর
সংসারেতে একি দেখি কেবল একাকার ॥
"I" am the root of all
All I see belongs to Hason Raja
There's no reality of the world without me.
Seeing Hason Raja at front and rear, everywhere
In this universe.
I'm the root, I'm sum and substance of Hason Raja.
Everything of this universe belongs to Mabud Allah.
Nothing exists but the truth - Hason Raja.
All I see is assimilated into One.