53

03/16/2025 আমি যাইমুরে যাইমু আল্লার সঙ্গে, আমি যাইমু

আমি যাইমুরে যাইমু আল্লার সঙ্গে, আমি যাইমু

হাসন রাজা পরিষদ

৯ সেপ্টেম্বর ২০২১ ০৩:৪২

 

আমি যাইমুরে যাইমু আল্লার সঙ্গে,
আমি যাইমু
হাসন রাজায় আল্লাবিনে কিছু নাহি মাঙ্গে ॥
আল্লার রূপ দেখিয়ে হাসন হইয়াছে ফানা
নাচিয়ে নাচিয়ে হাসন গাইতেছে গানা ॥
আল্লার রূপ, আল্লার রঙ্গ , আল্লারও ছবি
নূরের বদন আল্লার, কি কব তার খুবি ॥
হাসন রাজা দিলের চক্ষে আল্লাকে দেখিয়া
নাচে নাচে হাসন রাজা প্রেমের মাতাল হইয়া ॥
উš§াদ হইয়া নাচে হাসন, দেখিয়া আল্লার ভঙ্গি
হুশ মুশ কিছু নাই হইছে আল্লার সঙ্গী ॥
রূপের ভঙ্গি দেইখ্যা হাসন হইয়াছে ফানা
শুনে নারে হাসন রাজায়, মুল্লা মুন্সির মানা ॥
(সুর সংগ্রহ : আরতি ধর)

 

I will go away along with Allah

I will go with Allah

Hason Raja demands nothing but Allah

Beholding Allah's beauty

Hason Raja finds himself lost in ecstasy

Hason Raja keeps on singing and dancing

What a form, beauty and delight Allah is!

His face shines brilliantly what else can I see?

Seeing Allah in his mind’s eyes

Hason Raja dances being crazy about Him.

Seeing Allah's charms and grace, he dances madly

Like a man possessed he becomes Allah's companion.

Though Adam's beautiful form, Allah is known

Highest truth is Allah that pervades the human form

Seeing His forms and gestures, Hason Raja's been lost

He doesn't pay any heed to the prohibitions led down by the Mullas.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com