আল্লা ছাড়িয়ে থাক না,
আল্লা বিনে হাসন রাজায় মনে রাখিও না।
আল্লা ছাড়িয়ে থাক না ॥
আল্লা বিনে দিলের চক্ষে কিছু দেখিও না
আল্লা বিনে আর কিছু মনে রাখিও না ॥
আল্লার লাগি দিলে জানে হইও ফানা
আল্লার রঙ্গে মিশিয়া যাইও, শুনিও না রে মানা ॥
আল্লা বিনে হাসন রাজা মনে রাখিও না
আল্লা বিনে দিলে জানে অন্য চাহিও না ॥
আল্লার প্রেমে মজিয়া গাও, রঙ্গ রসের গানা
আল্লাতে মিশিয়া, শুনিও না কেওর মানা ॥
আল্লা বিনে হাসন রাজা মনে রাখিও না।
আল্লা ছাড়িয়ে থাকিও না ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
Don't forsake Allah
Hason Raja, don't keep anything in your mind
except Allah
Don't forsake Allah
Look not anything but Allah with your mind’s eye
Keep your beloved Allah in your heart
and be absorbed in Him
Assimilate with Allah and don't listen to any prohibition
Hason Raja, don't keep anyone but Allah within in your mind
Aspire not for anything for anything else except Allah
Immerse yourself in the love of Allah and sing in ecstatic
Be dissolved in Allah and don't listen to anyone who forbids you
Hason Raja, don't keep anything in your mind but Allah
Don't stay without Allah.