একটি রঙ্গে ধরে ফুল গো দিলারাম
তুমি সত্য বলো গো দিলারাম
ওই যে কে ঐ সাজে ॥ সত্য বলো...
একটি রঙ্গে ধরে ফুল, তিনটি রঙ্গে ফুটে
ফুলের মাঝে আসন ধইর্যা
হাসন রাজায় নাচে ॥
সত্যি বলো গো দিলারাম ॥
চল গো চল চল সখি
জলের ঘাটে যাই
জল ভরিমু, স্নান করিমু
আমি দেখমু শ্যাম কানাই ॥
সত্যি বলো গো দিলারাম ॥