65

03/16/2025 একটি রঙ্গে ধরে ফুল গো দিলারাম

একটি রঙ্গে ধরে ফুল গো দিলারাম

হাসন রাজা পরিষদ

১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৪

 

একটি রঙ্গে ধরে ফুল গো দিলারাম
তুমি সত্য বলো গো দিলারাম
ওই যে কে ঐ সাজে ॥ সত্য বলো...
একটি রঙ্গে ধরে ফুল, তিনটি রঙ্গে ফুটে
ফুলের মাঝে আসন ধইর‌্যা
হাসন রাজায় নাচে ॥
সত্যি বলো গো দিলারাম ॥

চল গো চল চল সখি
জলের ঘাটে যাই
জল ভরিমু, স্নান করিমু
আমি দেখমু শ্যাম কানাই ॥
সত্যি বলো গো দিলারাম ॥

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com