66

03/15/2025 একদিন তোর হইবেরে মরণ, রে হাসন রাজা

একদিন তোর হইবেরে মরণ, রে হাসন রাজা

হাসন রাজা পরিষদ

১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৮

 

একদিন তোর হইবেরে মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবেরে মরণ,
মায়াজালে বেড়িয়া মরণ, না হইল স্মরণ রে, হাসন রাজা
একদিন তোর হইবে মরণ ॥
যমের দূতে আসিয়া তোমায়, হাতে দিবে দড়ি
টানিয়া টানিয়া লইয়া যাবে, যমেরও পুরী রে ॥
সে সময় কোথায় রইব (তোমার) সুন্দর সুন্দর স্ত্রী
কোথায় রইব রামপাশা, কোথায় লক্ষণছিরি রে ॥
করবায় নিরে হাসন রাজা রামপাশায় জমিদারি
কোথায় রইব রামপাশা, কোথায় লক্ষণশ্রী রে ॥
করবায় নিরে হাসন রাজা রামপাশায় জমিদারি
করবায় নিরে কাপনা নদীর পারে ঘুরাঘুরি রে ॥
আর যাইবায় নিরে হাসন রাজা, রাজাগঞ্জ দিয়া
করবায় নিরে হাসন রাজা দেশ দেশে বিয়া রে ॥
ছাড় ছাড় হাসন রাজা, এ ভবের আশা
প্রাণ বন্ধের চরণতলে, কর গিয়া বাসা রে ॥
গুরুর উপদেশ শুনিয়া, হাসন রাজায় কয়
সব তেয়াগিলাম এখন আমায় দেও পদাশ্রয় রে ॥
(সুর সংগ্রহ : মুস্তফাজামান আব্বাসী)

 

One day you will have to die

Oh Hason Raja!

You are caught in a net of illusion

And you forget to think about death

Oh Hason Raja!

When the angel of death will tie you up

And pull you along to the city of death

Oh Hason Raja!

Where will your beautiful wives go?

What will happen to your beloved estates?

Where your  Rampasha and Lakshmansree will remain?

Oh Hason Raja!

Will you ever be going through Rajaganj again?

And marry someone in every place you visit

Oh Hason Raja!

Leave your vain hopes of this world.

Hason Raja vows

I've given up everything to take shelter

under the feet of your soul's Friend.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com