67

03/16/2025 এগো এ মউলা , তোমার লাগি হাসন রাজা বাউলা

এগো এ মউলা , তোমার লাগি হাসন রাজা বাউলা

হাসন রাজা পরিষদ

১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:১১

 

এগো এ মউলা , তোমার লাগি হাসন রাজা বাউলা
ভাবতে ভাবতে হাসন রাজা হইল এখন আউলা ॥
দিনে রাইতে উঠে মনে, প্রেমানলের শাওলা
আর কত সহিব প্রাণে, তুই বন্ধের জ্বালা ॥
সোনার রঙ অঙ্গ আমার, হইয়াছে রে কালা
অন্তরে বাহিরে আমার জ্বলিয়ে হইল কয়লা ॥
লোকে বলে হাসন রাজা হইল রে আজুলা
হাতে তালি দিয়া গিল্লা, করেরে কট মুল্লাা ॥
বারে বারে বলে সে যে, লাইলাহা ইল্লাহল্লা
নাচে নাচে হাসন রাজা হইয়া ফানা ফিল্লা ॥
(সুর সংগ্রহ : জাহিদুল কবীর লিটন)

 

Oh Mowla, Hason has become Bawla for You.

Just thinking of You, Hason Raja is lost now.

Day and night love arises in mind

How long I've to conceive the pain from You?

My golden coloured appearance turned pale

Within and outside of my heart turned like burnt coal.

People say Hason Raja became out of order.

Blind Mullas clapped and do criticizing me.

Frequently he says 'La Ilaha Illahla'.

Being lost Hason Raja dances well in ecstasy.

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com