71

03/16/2025 এ গো সোনালি নাতিন, কই গেল তর বাঁকা খোঁপা

এ গো সোনালি নাতিন, কই গেল তর বাঁকা খোঁপা

হাসন রাজা পরিষদ

১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:২১

 

এ গো সোনালি নাতিন, কই গেল তর বাঁকা খোঁপা
কই গেল তর বাঁকা খোঁপা,কই গেল তর ফুলের ঝোপা ॥
হাতে ছিল সোনার বালা, পায়ে ছিল রূপা
এখন এসব যাইতে গেলে, যৌবন তর বেউপা ॥
কত রঙ্গের কাপড় পড়ে, ফিরতে তুফা তুফা
এ সব কাপড় ধুয়ে দিত, সুন্দররাম ধোপা ॥
ভাবিয়ে হাসন রাজায় বলে, ভবে যে স্বরূপা
হাসন রাজা মন লাগাইছ, না তাতে নাই উপায় ॥
মস্ত হইয়া ফিরতে নাতিন, লোকে বলত খেপা
কত লোকে ভয় করিত, শুনে তোমার চুপা ॥

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com