এ দেশে মানুষ নাই রে, প্রায়ই অহুশ
ভবের মায়ায় ভুলিয়ে আছে, হইয়ে বেহুশ ॥
মায়াজালে ভুলিয়া না চিনিলায় আপন
চিনিবায়, চিনিবায় যখন, পরিবায় কাফন ॥
কেবা আসে কেবা যায়, এ দেহের মাঝার
গেলে না পাইবায় দেখা এ জনমে আর ॥
বুঝাইলে না বোঝে লোকে, সমঝাইলে না সমঝে
বন্ধের দিশা বাতাই দিলে তবুও না খোঁজে ॥
দুনিয়া দুনিয়া করিয়া হইছে, শয়তানের চেলা
কেমনে কারে ঠগাইব, এই তাদের খেলা ॥
হাসন রাজা কান্দন করে, ধরিয়া প্রভুর পাও
লোকের বদলা মারিয়া মোরে, সকলকে তরাও ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
There's no man in this country, but almost all asleep
Forgetting this world, all became so senseless.
Being cought in the net of illusion
you can't recognize yourself
When you will recognize at an end when
You'll wear a shroud.
All are coming in and going away from this body
When he'll go away, you'll never get him again
When you make the people understand, they
refuse to get it
When you'll give them responsibility, they
don't take.
When you'll direct to God, they don't bother
They've become scoundrel just looking greedily
at this world.
They are only trying to trick the people.
Holding the feet of God, Hason Raja only cries
Oh God, please give me death to rescue all of them
at the cost of my life.