ওগো সই তোমার বাড়ি আমার বাড়ি
মধ্যে আড়িপড়ি
তোমার পানে চাইলে
তাঁরা বলে মরি মরি ॥
সব কথা যে বলা যায়না
হরি কইলে সয়না
আড়িপড়ি বদনাম করি পাগল আমি ঝুরি ॥ ও গো সই
আমার মনের ময়না তুমি সোনা আর গয়না
হাসন রাজা ডাকে মনা আইস আমার বাড়ি ॥ ও গো সই
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
Oh my friend
In between my house and yours
Neighbor became the dividers
When I look at you they feel ashamed of.
Nothing can be told, nothing to stand
When you'll call Him as Hari
Neighbor will blame me as lunatic.
You're my gold and ornament
Hason Raja inviting You to his house of heart.