75

03/16/2025 ও জান বাইর হইলে যাইব বন্ধের বাড়ি জান বাহির হইলে রে ॥

ও জান বাইর হইলে যাইব বন্ধের বাড়ি জান বাহির হইলে রে ॥

হাসন রাজা পরিষদ

১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩২

 

ও জান বাইর হইলে
যাইব বন্ধের বাড়ি জান বাহির হইলে রে ॥
হাসন রাজার জান যাইব আল্লাহর কাছে উড়ি
নমাজীরা বেহেস্তে পড়ি যাইব গড়াগড়ি ॥
দুনিয়াদারের জানিবায় দুজখে বসতি
দিনে রাইতে দুনিয়ার লাগি যার আছে মতি ॥
নমাজ রোজা নাহি করে, দুনিয়ার মায়া নাই
নিশ্চয় জানিও তার এরাফেতে ঠাঁই ॥
আশিক লোকের জান থাকবে আল্লার আরশ তলে
নাচিয়া নাচিয়া, আশিক হাসন রাজায় গান বলে ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

When my soul will be departed, I'll go to my Friend's house

When my soul will be departed.

Hason Raja's soul will fly to Allah.

Those who have offered prayers will go to heaven.

The materialists who think of only worldly pleasure night and day,

will make their home in hell.

Those who neglect their religious duties and don't care for the world,

It is certain that they've a place in purgatory.

The lover’s soul will remain at the feet of Allah's throne.

Hason Raja, the lover, dances and sings his song.

 

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com