76

03/16/2025 ও তুমি কিসের সাজে সাজাও ঘরবাড়ি

ও তুমি কিসের সাজে সাজাও ঘরবাড়ি

হাসন রাজা পরিষদ

১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৪

 

ও তুমি কিসের সাজে সাজাও ঘরবাড়ি
কিসের সাজে সাজাও ঘরবাড়ি ॥
প্রাণপতি ছাড়িয়া যাইব হইবায় তুমি এড়ি ॥
কিসের সাজন সাজ তুমি তুলিয়া বান্ধ খেশ
তুমারে তুইয়া যাইব পতি তোর বিদেশ ॥
পতি যখন যাইব ছাড়ি রইবায় তুমি এথা।
প্রাণপতি ঘরে নাই কার সঙ্গে কইবায় কথা ॥
বন্ধু ছাড়িয়া গেলে তুমার কি হইবে উপায়
দেশে দেশে ফিরবে লো তুই করিয়ে হায় হায় ॥
হাসন রাজা বলে পতি তুমিই হাসনজান
তোমারে ছাড়িতে গিয়া কান্দে মোর পরান ॥

 

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com