78

03/16/2025 ও প্রাণ বন্ধুরে বৃথা জনম গেল রে আমার

ও প্রাণ বন্ধুরে বৃথা জনম গেল রে আমার

হাসন রাজা পরিষদ

১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৫

 

ও প্রাণ বন্ধুরে বৃথা জনম গেল রে আমার
আসিয়া ভূতল নাম না লইলাম তোমার ॥
কি বুঝিয়ে বসিয়া আমি, কি করিতে কিবা করি
বৃথা ভবের কাজে নাচিয়া করি আমি কারবার ॥
হাসন রাজা জন্ম লইয়া বৃথা গেল দিন গইয়া
লইলায় না আল্লাজির নাম বাঁচবে কয়দিন আর ॥
হাসন রাজা বলি তোরে কেন বসিয়ে রইলে ঘরে
দিন গেল শীঘ্র চল, প্রেমেরি বাজার ॥

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com