ও মনা কিসেরই সংসার
জাত-পাত সবই গেছে
তুমি যে-ই সার ॥
বেভুল হইয়া ফিরি আমি কুয়ারে কুয়ার
ভিক্ষের থলি লইয়া ফিরি দুয়ারে দুয়ার ॥
সারা জনম মাগিলায় মনা আন্ধারে আন্ধার
হইল না তো ধন জন, না কিছু খানার ॥
হাসন রাজা বলে মনা মাগ ভিক্ষা তার
যার কাছে পণ দিছ জগৎসংসার ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
What does this World mean?
I don't see any identity of caste or nation
I only find the truth in you.
I'm just wondering from one place of danger to another
And turning from one door to other
Along with my wallet of alms.
Throughout life oh my mind, searched for Him in dark
You couldn't get that people and wealth as you wish for
Hason Raja says, beg the alms from Him
Who you gave this world as bet.