90

03/16/2025 ওরে প্রাণরে, ছাড়িয়া দিব না আর তুরে

ওরে প্রাণরে, ছাড়িয়া দিব না আর তুরে

হাসন রাজা পরিষদ

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৪

 

ওরে প্রাণরে, ছাড়িয়া দিব না আর তুরে
তুমি যদি ছাড়িয়া যাও, যাইমু কি করে ॥
তুমি যদি যাইতে চাও, ধরমু আমি তোমার পাও
ডাকে যদি মোরে মাও, তবু ছাড়বো নারে ॥
বাবা বাবা ডাকব তুরে, ছাড়িয়া না যাও মোরে
থাক থাক আমার ঘরে, ছাড়িয়া যাইও নারে ॥
হাসনজানে বলে সখী, মায় ডাকিলে হই সুখী
আমার বা হইলো একি, হাসন রাজা বাবা রে ॥

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com