97

03/15/2025 কপাল পুড়া মনে মোর মাইল গো

কপাল পুড়া মনে মোর মাইল গো

হাসন রাজা পরিষদ

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:২১

 

কপাল পুড়া মনে মোর মাইল গো
কিসে কি যে মনে করে, স্বাধীন হয় গো ॥
মন যার ভালো হয়, সবে ভালো কয় গো
মন যার দুষ্ট হয়, সবে মন্দ কয় গো ॥
মনেতে আউলিয়া হয়, মনেতে দরবেশ গো
মনে চুরচুট্টা হয়, আর হয় ডাকাইত গো ॥
হাসন রাজায় বলে মন, হইয়াছে মূল গো
মনেতে ঈশ্বরে মিশে, মনেতে শয়তান গো ॥
ভালোমন্দ মাবুদ আল্লায়, মনের মাঝে দিছে
মনেতে পার হবে, মনেতে ডুবিছে গো ॥

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com