98

03/16/2025 কমলা বিবি গো সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে

কমলা বিবি গো সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে

হাসন রাজা পরিষদ

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৩

 

কমলা বিবি গো
সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে
স্বামীর বাড়ি ভবের মাঝে কত মায়া মিলে ॥
কমলা রসের রসিয়া তুমি
ডাক হাসনজানরে
ডাকলে তোমার হাসন রাজা
ফালদি উঠে দৌড়ে ॥
সোনা রঙ্গের রঙ্গীন হাসন
হাসে খল খলিয়ে
পরীর মত রূপখান তার
নাচে হেলে দুলিয়ে ॥
হাসন রাজা বলে ওরে কমলা বিবি আও
তোমার রসে রসিক ডুবিয়া
ধরিয়াছি পাও ॥

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com