এক নজরে হাসন রাজা

বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। তিনি ছিলেন জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজার জন্ম ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর (৭ পৌষ ১২৬১) সেকালের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণশ্রী পরগণার তেঘরিয়া গ্রামে। তাঁর জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়, যা অনেক বিখ্যাত ব্যক্তিদের বিশেষভাবে আকর্ষিত করে ছিল। বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ সহ আরও অনেকেই তাঁর জীবন দর্শনে প্রভাবিত হয়ে ছিলেন। এমনকি ইংল্যান্ডের রাজ দরবারেও এই মরমী সাধকদের বৈচিত্র্যময় জীবনের গল্পটা পৌঁছে যায়।

৭ই ডিসেম্বর ১৯২২ সালে মরমী কবি ও বাউল শিল্পী হাসন রাজা পরোলোক গমন করেন। তিনি সমাহিত হন সুনামগঞ্জ জেলার পৌর এলাকাধীণ গাজীর দরগা নামক পারিবারিক কবরস্থানে।

সুনামদি থেকে সুনামগঞ্জ। হাওর-বাওর, সবুজঘন গাছ, সুরমার সবুজ জলে ঘেরা এই শহরে...

সিডনিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘হাসন রাজা উৎসব’

বাংলাদেশের ভাটি অঞ্চলের মরমি ও সাধক কবি ছিলেন হাসন রাজা। তাঁর স্মরণে গত ৯ ডিসেম্বর শনিবার বাংলাদেশের বাইরে বিদেশের মাটিতে এই প্রথম এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত

Developed with by
Top